হাওজা নিউজ এজেন্সি ইরনা’র সূত্রে জানিয়েছে, আজ (শুক্রবার) ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি ও বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদিকে সঙ্গে নিয়ে জেনারেল হাতেমি ‘শহীদ লাশগারি’ বিমানঘাঁটির বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং সেখানকার যুদ্ধ-সক্ষমতা ও প্রস্তুতি পর্যালোচনা করেন।
ঘাঁটির পাইলটদের সঙ্গে সাক্ষাতে সেনাপ্রধান বলেন, “ইরানের ভূখণ্ডগত অখণ্ডতা, স্বাধীনতা ও ইসলামী প্রজাতন্ত্রের শাসনব্যবস্থাকে রক্ষা করা সেনাবাহিনীর মৌলিক দায়িত্ব। আমাদের ভূখণ্ড রক্ষার মূল ভিত্তি হলো এই পবিত্র ইসলামী শাসনব্যবস্থা, যা আজ পর্যন্ত আমাদের অস্তিত্বের রক্ষাকবচ হয়ে রয়েছে।”
তিনি জোর দিয়ে বলেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে তার দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা (ইরাকের বিরুদ্ধে) প্রতিরোধ যুদ্ধে সময় প্রমাণ করেছি—ইরানের একটি ইঞ্চি জমিও বিচ্ছিন্ন হতে দেব না।”
আপনার কমেন্ট